এখানকার প্রতিটি প্রশ্ন 90%-95% সিওর
উচ্চমাধ্যমিক
সবচেয়ে শর্ট ভুগোল 90%সাজেসন
100%Guaranteed
এমসিকিউ এবং এসএকিউ-এর প্রস্তুতির জন্য গোটা বইটাই খুঁটিয়ে পড়তে হয়।
💰💰অর্থনৈতিক কার্যাবলী:💰💰
১. কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যকলাপ— আউটসোর্সিং, থিঙ্কট্যাঙ্ক, সেবামূলক কার্যাবলীর গুরুত্ব।
🌽🌾🌿কৃষি:🌽🌾🌿
যেহেতু এই অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন থাকবেই, সেহেতু অধ্যায়টি খুঁটিয়ে পড়ে যাও। বিশেষ কোনও কিছুর সাজেশন করো না। এই অধ্যায় থেকে—
১. শস্যাবর্তন কৃষি, স্থানান্তর কৃষি, শস্য প্রগাঢ়তা, বাজার উদ্যান কৃষি ইত্যাদির ধারণা।
এছাড়াও
১. জীবিকাসত্ত্বাভিত্তিক ও বাণিজ্যিক কৃষির পার্থক্য।
২. মিশ্র কৃষির সুবিধা-অসুবিধা।
৩. মালয়েশিয়ার রবার চাষের উন্নতির কারণ।
৪. কৃষিতে যান্ত্রীকরণের সুবিধা।
৫. সবুজ বিপ্লবের সুবিধা-অসুবিধা।
৬. শ্রীলঙ্কায় নারকেল চাষ অধিক কেন?
৭. ক্রান্তীয় অঞ্চলে ধান চাষের ভৌগোলিক পরিবেশ।
🔨🔧🔩শিল্প:🎽🔧🔩
১. ভারতে খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা, সম্ভাবনা ও উন্নতির কারণ।
২. কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণ।
৩. ওয়েবারের শিল্প স্থানিকতা তত্ত্ব।
৪. ভারতে লৌহ-ইস্পাত শিল্পের অবস্থানগত কারণ।
৫. অগস্ট ল্যাশ-এর মুনাফা সর্বাধিকীকরণের তত্ত্ব।
৬. ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের অবস্থান ও উন্নতির কারণ।
৭. মার্কিন যুক্তরাষ্ট্রে কার্পাস বয়নশিল্পের স্থানগত পরিবর্তনের কারণ।
৮. মুম্বই আমদাবাদে কার্পাস বয়নশিল্পের একাদশীভবনের কারণ।
🚢🚂তৃতীয়স্তরের কার্যাবলী থেকে:🚢🚂
১. জলপথ পরিবহণের গুরুত্ব।
২. অর্থনৈতিক উন্নয়নে রেলপথের ভূমিকা।
৩. ভারতে পর্যটন শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা।
৪. তৃতীয় স্তরের কার্যাবলীর বৈশিষ্ট্য।
৫. মাস ট্যুরিজম, ইকোট্যুরিজম, শিপিং লাইন, শিপিংলেন— শর্ট অ্যানসার টাইপ প্রশ্নের জন্য এগুলিও দেখে যাও।
👪👪জনসংখ্যা ও জনবসতি:👪👪
১. কাম্য জনসংখ্যা ও মানুষ জমি অনুপাতের ধারণা, বৈশিষ্ট্য ও পার্থক্য।
২. উন্নত ও উন্নয়নশীল দেশের লিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য ও পার্থক্য।
৩. কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতির শ্রেণিবিভাগ।
৪. ভারতে নগরায়নের সমস্যা।
৫. গ্রামীণ জনবসতির শ্রেণিবিভাগ ও গড়ে ওঠার কারণ।
এ ছাড়াও জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, মেগাসিটি, মেট্রোপলিস, নেক্রোপলিস, পুশফুল ফ্যাক্টর ইত্যাদি বিষয়গুলি দেখে যাও।
📊📈আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন:📊📈
১. বিভিন্ন পরিকল্পনা অঞ্চলগুলির স্তরক্রম।
২. ম্যাক্রো ও মাইক্রো পরিকল্পনা।
৩. শহর ও গ্রামের পরিকল্পনার পার্থক্য।
৪. হলদিয়া শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ।
৫. বেঙ্গালুরুর ইলেকট্রনিক শিল্প গড়ে ওঠার কারণ।
Thanks sir
ReplyDelete