Saturday, 25 August 2018

HS 2019 Bengali suggestions সবচেয়ে শর্ট বাংলা 90%সাজেসন

এখানকার প্রতিটি প্রশ্ন 90%-95% সিওর

উচ্চমাধ্যমিক


100%Guaranteed

এমসিকিউ এবং এসএকিউ-এর প্রস্তুতির জন্য গোটা বইটাই খুঁটিয়ে পড়তে হয়।




উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথমেই মনে রাখতে হবে, বাংলার প্রশ্নপত্র দু’টি বিভাগে বিভক্ত— ‘ক’ বিভাগে ৫০ নম্বর এবং ‘খ’ বিভাগে ৩০ নম্বর, মোট ৮০ নম্বর। ভাল ভাবে প্রস্তুতি নিলে বাংলায় ভাল নম্বর পাওয়া কোনও কঠিন বিষয় নয়।

গদ্যে বিবৃতিধর্মী প্রশ্নের জন্য ‘কে বাঁচায় কে বাঁচে!’ গল্প থেকে—

১. নিখিলের চারিত্রিক বৈশিষ্ট্য।
২. মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থার পরিচয় দাও ৷
৩. ‘এ ভাবে দেশের লোককে বাঁচানো যায় না’— প্রসঙ্গ, ও বাঁচানো যায় না কেন?
4.নামকরন ৷

‘ভাত’ গল্প থেকে—

১. বাস্তবচিত্র।
২. ‘বোঝা গিয়েছিল সর্বনাশের বহর’— সর্বনাশ ও তার পরিণতি।
৩. ‘স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে’— অনুভূতির প্রসঙ্গ ও স্বর্গসুখের বিবরণ।
৪. বাদার পরিচয় দাও ৷
৫. উচ্ছব চরিত্র।

‘ভারতবর্ষ’ গল্প থেকে—

১. নামকরন ৷
২. পটভূমি বিস্তারে বৃদ্ধা চরিত্র।
৩. ‘আমি কী, তা দেখতে পাচ্ছিস নে’— বক্তার স্বরূপ উদ্ঘাটন।
৪. ‘কতক্ষণ সে এই মারমুখী জনতাকে...’— চৌকিদারের ভূমিকা ও জনতার মারমুখী হয়ে ওঠার কারণ।

পদ্যে বিবৃতিধর্মী প্রশ্নের জন্য ‘রূপনারানের কূলে’ কবিতা থেকে—

১. কবির আত্মোপলব্ধি ও পরম মৃত্যুর কাছে আত্মসমর্পণ।
২. ‘রূপনারানের কূলে জেগে উঠলাম’— জেগে ওঠার তাৎপর্য।
৩. ‘জানিলাম এ জগত স্বপ্ন নয়’— প্রসঙ্গ ও বিশ্লেষণ।
৪. নামকরণ।

‘মহুয়ার দেশ’ কবিতা থেকে—

১.বাস্তবচিত্র আলোচনা করো ৷
২. ‘ঝরুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ’— বিশ্লেষণ।
৩. ‘ঘুমহীন তাদের চোখে’ ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেওয়ার তাৎপর্য।
৪. নামকরণ।

‘আমি দেখি' কবিতা থেকে—

১. 'আমি দেখি'-- কবিতায় কবির প্রকৃতির প্রতি প্রবল ব্যাকুলতা কিভাবে বর্ণিত হয়েছে তা আলোচনা করো ৷
২. '...ঐ সবুজের ভীষণ দরকার '-- 'ঐ সবুজ' বলতে কী বোঝানো হয়েছে ? তার দরকার কেন ?
৩. 'চোখতো সবুজ চায়'-- কবিতা অবলম্বনে আলোচনা করো ৷

নাটকে বিবৃতিধর্মী প্রশ্নের ক্ষেত্রে ‘বিভাব’ নাটক থেকে—

১. নাটকের অভিনবত্ব আলোচনা করো ৷
২. 'বুদ্ধিটা কি করে এল তা বলি ৷'-- বুদ্ধিটি কী ? তা কেমন করে এল ?
৩. ‘এ বার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে’— মন্তব্যের তাৎপর্য।
৪.
৫. জীবনকে উপলব্ধি ও পরিণতিতে অভিজ্ঞতা।

‘নানা রঙের দিন’ নাটক থেকে—

১. নামকরণ।
২. রজনীকান্ত চরিত্রের অসহনীয় একাকিত্ব ও চরম হতাশা।


ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতার মধ্য থেকে যে কোনও একটি প্রশ্ন করতে হবে।

‘অলৌকিক’ গল্প থেকে—

১. হাসান আব্দালের পাঞ্জাসাহেব নামে পরিচিতির কারণ।
২. মর্দানার সমস্যা ও তার সমাধান।
৩. চোখের জলটা তাদের জন্য--বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিল ? যে ঘটনার কারণে বক্তার চোখে জল আসে তা বিবরণ দাও ৷
৪. মায়ের বান্ধবী বর্ণিত ঘটনার বিবরণ ও লেখকের প্রতিক্রিয়া।

‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতা থেকে—

১. ‘বইয়ে লেখে রাজার নাম’— প্রসঙ্গ ও উক্তির বিবরণ।
২. ‘বিরাট আর্মাডা যখন ডুবল’— ঐতিহাসিক ভিত্তি ও শ্রমজীবী মানুষের ভূমিকা।
৩. সমাজচেতনা।
৪. কবির ইতিহাসচেতনা ৷

‘আমার বাংলা’ (পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ)

গ্রন্থের গারো পাহাড়ের নীচে থেকে—

১. গারো পাহাড়ের নীচে বসবাসকারীদের জীবনযাত্রার বর্ণনা দাও ৷
২. নামকরণ।

‘কলের কলকাতা’ থেকে—

১. ‘ও, এই জন্য জেলে গিয়েছিলেন’— কার সম্পর্কে এই উক্তি ও তাঁর কারাবাসের কারণ।
২. ‘তিন মাস অসুখে অচেতন’— অসুখ-পরবর্তী কলকাতার পরিবর্তিত রূপ।
৩. মোনা ঠাকুর বর্ণিত কলকাতা ও তার দ্রুত ফেরার কারণ।
৪. লেখক কর্তৃক কলকাতার বিবরণ ও তাঁর ভাললাগা।

‘হাত বাড়াও' থেকে—

১. মূল বক্তব্য আলোচনা করো

No comments:

Post a Comment

Other Post