বচনের পরিবর্তনের নিয়ম
বচনের_নিয়ম
বাক্য_চেনার_নিয়ম
✒✒সকল,হয়=A বচন(সম্পূর্ণ স্বীকার)
✒✒কোন,নয়=E বচন(সম্পূর্ণ অস্বীকার)
✒✒কোনো কোনো,হয়=I বচন(আংশিক স্বীকার)
✒✒কোনো কোনো,নয়=O বচন(আংশিক অস্বীকার)
বচনের_রূপান্তরের_নিয়ম
সব, সমস্ত, প্রত্যেক, যে, সে, যদি, তবে, যেখানে-সেখানে, যেমন-তেমন, নিশ্চিত, নিশ্চিতভাবে,সদা, সর্বদা,যে কেউ এগুলি শব্দ যে বাক্যে থাকে তাকে A বচনে রূপান্তরিত করতে হয়।
✒ যদি নংঅর্থক চিহ্ন থাকে তবে তাকে"o"বচনে রূপান্তরিত করতে হয়।
✒ যদি নংঅর্থক চিহ্ন থাকে তবে তাকে"o"বচনে রূপান্তরিত করতে হয়।
যে বাক্যে নয়,কেউ নয়,কাউকে নয়,নেয়,বেশি কিছু নয়,কখনো নয়,একটাও নয়,এক নয়,হতে পারেনা,একসঙ্গে প্রভৃতি শব্দ যে বাক্যে থাকে তাকে"E" বচনে রূপান্তরিত করতে হয়।
যে বাক্যে কিছু কিছু,কখনো কখনো, অল্প সংখ্যক ,অধিকাংশ ,সাধারণত,অনেক প্রভৃতি শব্দ যে বাক্যে থাকে তাকে "I"বচনে রূপান্তরিত করতে হয়।
✒ যদি নং অর্থক চিহ্ন থাকে তবে তাকে "O"বচনে রূপান্তরিত করতে হবে ।
✒ যদি নং অর্থক চিহ্ন থাকে তবে তাকে "O"বচনে রূপান্তরিত করতে হবে ।
যে বাকয়েক কদাচিৎ,কচিৎ, খুব কম,খুব অল্প,স্বল্প সংখ্যক তাই বললেই চলে তাকে "I" কিংবা "O" বচনে রূপান্তরিত করতে হয়।
i)যদি হ্যাঁ থাকে তবে 'O' বচন
ii)যদি না থাকে তবে 'I'বচন করতে হয়।
i)যদি হ্যাঁ থাকে তবে 'O' বচন
ii)যদি না থাকে তবে 'I'বচন করতে হয়।
মাত্র, শুধু, শুধুমাত্র, কেবলমাত্র, একান্ত, ছাড়া, কেউ নয়, ব্যতীত, কেউ না এগুলো শব্দ যে বাক্যে থাকে তাকে "A"বচনে রূপান্তরিত করতে হয়।
✒ i)উদ্দেশ্য কে বিধেয় এবং বিধেয় কে উদ্দেশ্য করতে হয়।
✒ i)উদ্দেশ্য কে বিধেয় এবং বিধেয় কে উদ্দেশ্য করতে হয়।
একটি থাকলে 'I'বচন করতে হবে এবং আছে থাকলে 'I'বচন করতে হবে। যদি নির্দিষ্ট করে বলে দেওয়া হয় তবে A বচন করতে হবে।
জিজ্ঞাসা চিহ্ন থাকলে----যদি নংঅর্থক চিহ্ন থাকে তবে 'A'বচন করতে হবে তা নাহলে E বচন করতে হবে।
No comments:
Post a Comment