Thursday, 6 September 2018

MADHYAMIK 2019 HISTORY SUGGESTION

Banglar Classroom

মাধ্যমিক 2019 এর ইতিহাস সাজেসন
এখানকার প্রতিটি প্রশ্ন 90%-95% সিওর

মাধ্যমিক 2019

সবচেয়ে শর্ট ইতিহাস  90%সাজেসন

100%Guaranteed

এমসিকিউ এবং এসএকিউ-এর প্রস্তুতির জন্য গোটা বইটাই খুঁটিয়ে পড়তে হয়।


99.99%


প্রথম অধ্যায়

ইতিহাস চর্চার উপাদান হিসেবে জীবনস্মৃৃতির ও জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখ

ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা

দ্বিতীয় অধ্যায়

ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারে ডেভিড হেয়ারের অবদান

টীকা : উডের ডেসপ্যাচ

গ্রাম বার্তাপ্রকাশিকার ভুমিকা সমাজসংস্কারে

ইংরেজি শিক্ষাবিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা

স্বামী বিবেকানন্দের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ

তৃতীয় অধ্যায়

সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল

টীকা : চুয়াড় বিদ্রোহ

নীল বিদ্রোহের কারণ

চতুর্থ অধ্যায়

টীকা : ভারতসভা

জাতীয়তাবোধের বিকাশে 'বর্তমান ভারত'-এর গুরুত্ব

মহারানির ঘোষণাপত্র

টীকা : মহাবিদ্রোহ

Monday, 3 September 2018

HS 2019 PHILOSOPHY SUGGESTION / উচ্চমাধ্যমিক দর্শন সাজেসান

বচনের পরিবর্তনের নিয়ম
                     বচনের_নিয়ম
বাক্য_চেনার_নিয়ম
✒✒সকল,হয়=A বচন(সম্পূর্ণ স্বীকার)
✒✒কোন,নয়=E বচন(সম্পূর্ণ অস্বীকার)
✒✒কোনো কোনো,হয়=I বচন(আংশিক      স্বীকার)
✒✒কোনো কোনো,নয়=O বচন(আংশিক অস্বীকার)
বচনের_রূপান্তরের_নিয়ম
সব, সমস্ত, প্রত্যেক, যে, সে, যদি, তবে, যেখানে-সেখানে, যেমন-তেমন, নিশ্চিত, নিশ্চিতভাবে,সদা, সর্বদা,যে কেউ এগুলি শব্দ যে বাক্যে থাকে তাকে A বচনে রূপান্তরিত করতে হয়।
                   ✒ যদি নংঅর্থক চিহ্ন থাকে তবে তাকে"o"বচনে রূপান্তরিত করতে হয়।
যে বাক্যে নয়,কেউ নয়,কাউকে নয়,নেয়,বেশি কিছু নয়,কখনো নয়,একটাও নয়,এক নয়,হতে পারেনা,একসঙ্গে প্রভৃতি শব্দ যে বাক্যে থাকে তাকে"E" বচনে রূপান্তরিত করতে হয়।
যে বাক্যে কিছু কিছু,কখনো কখনো, অল্প সংখ্যক ,অধিকাংশ ,সাধারণত,অনেক প্রভৃতি শব্দ যে বাক্যে থাকে তাকে "I"বচনে রূপান্তরিত করতে হয়।
         ✒  যদি নং অর্থক চিহ্ন থাকে তবে তাকে "O"বচনে রূপান্তরিত করতে হবে ।
যে বাকয়েক কদাচিৎ,কচিৎ, খুব কম,খুব অল্প,স্বল্প সংখ্যক তাই বললেই চলে তাকে "I" কিংবা "O" বচনে রূপান্তরিত করতে হয়।
            i)যদি হ্যাঁ থাকে তবে 'O' বচন
          ii)যদি না থাকে তবে 'I'বচন করতে হয়।
মাত্র, শুধু, শুধুমাত্র, কেবলমাত্র, একান্ত, ছাড়া, কেউ নয়, ব্যতীত, কেউ না এগুলো শব্দ যে বাক্যে থাকে তাকে "A"বচনে রূপান্তরিত করতে হয়।
  ✒ i)উদ্দেশ্য কে বিধেয় এবং বিধেয় কে উদ্দেশ্য করতে হয়।
একটি থাকলে 'I'বচন করতে হবে এবং আছে থাকলে 'I'বচন করতে হবে। যদি নির্দিষ্ট করে বলে দেওয়া হয় তবে A বচন করতে হবে।
জিজ্ঞাসা চিহ্ন থাকলে----যদি নংঅর্থক চিহ্ন থাকে তবে 'A'বচন করতে হবে তা নাহলে E বচন করতে হবে।

Other Post